বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান (জরুরী আহ্বান)

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান (জরুরী আহ্বান) ভারত কর্তৃক বাঁধ খুলে দেওয়ায় দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সাহায্য প্রেরণ করুন। তাহযিব ফাউন্ডেশন ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর। আমাদের প্রতিনিধি টিম রওনা করেছে। দুটি স্তরে আমরা কাজ করবো। আপাতত রেসকিউ ও উদ্ধার কাজ জরুরী। বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন নিয়েও আমরা কাজ করবো ইন শা আল্লাহ। সাধারণ সাদাকা বা যাকাতের টাকাও দিতে পারেন এ খাতে। রেফারেন্সে খাত নির্দিষ্ট করে দিন। দেশ ও বিদেশ থেকে যে কেউ অংশ নিতে পারেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে সাধ্যানুযায়ী সাহায্য করুন। উম্মাহর দুঃসময়ে যথাসাধ্য পাশে থাকুন।

01730986832 (Bkash/Nagad) Personal
Use reference ‘Flood’

Bank: Islamic Bank Bangladesh PLC
A/C Name: Tahzib Institute
A/C: 20503120201520204
Routing: 125100498
Branch: Baragola Branch

ভিডিওটি দেখুন

ভিডিও দেখাও

লগিন বিকাশ

*247# ডায়াল করে আপনার BKASH মোবাইল মেনুতে যান অথবা BKASH অ্যাপে যান।

Send Money করুন

প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি  লিখুনঃ 01730986832 

টাকার পরিমাণ

আপনি যতো টাকা বন্যার্তদের মাঝে প্রদান করতে চান তার পরিমাণ লিখুন ।

রেফারেন্স ও পিন

সর্বশেষে আপনি রেফারেন্স হিসেবে Flood লিখে এখন আপনার PIN Number দিয়ে সেন্ড মানিতে ট্যাপ করুন ।

ফর্ম পূরণ

টাকা পাঠানোর পর ফর্মে আপনার নাম, নাম্বার, ইমেইল এবং মোবাইল ব্যাংকিং এ পাঠালে Transaction id অথবা ব্যাংক মাধ্যমে পাঠালে ব্যাংকের  Payment Slip আপলোড করে ডোনেট বাটনে ক্লিক করুন ।