আলহামদুলিল্লাহ, গত ৬ই আগস্ট তাহযিব ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। এতে সরাসরি উপস্থিত ছিলেন, তাহযিব ফাউন্ডেশনের সিইও উস্তায ফজলে রাববি। তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে পরিবেশ ও আবহাওয়া সংরক্ষণে গাছের ভূমিকা ও মহান রবের নিয়ামত নিয়ে আলোচনা করেন। বিশাল এ পৃথিবী মহান রব আমাদেরকে দিয়েছেন, এর থেকে আমরা উপকৃত হওয়ার জন্য ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তাই পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের দায়িত্ব আমাদের। তিনি পবিত্র কুরআন ও হাদীস থেকে বৃক্ষ রোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত শিক্ষার্থীরা সকলেই আনন্দের সাথে গাছ গ্রহণ করে। শিক্ষার্থীদেরকে গাছ বিতরণের পাশাপাশি অভিভাবকদেরকেও এ ব্যাপারে গুরুত্ব বোঝানো হয় ও শিশুদের গাছ ব্যাপারে সহযোগিতার জন্য বলা হয়।
- Copyright © Tahzib Foundation 2024. All Right Reserved.