তাহযিব ফাউন্ডেশন থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ

তাহযিব ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছর ফলদ বৃক্ষ রোপন কর্মসূচী-২০২৪ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ উপলক্ষে তাহযিব ফান্ড রাইজিং দ্রুত আরম্ভ হবে। গত ১৮ জুলাই ফাউন্ডেশনের মাসিক মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহিত হয়। মিটিংয়ে তাহযিব ফাউন্ডেশনের সিইও ফজলে রাববি এ প্রস্তাব পেশ করেন। বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে বিশেষ গুরুত্ব দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে। পরিবেশ ও আবহাওয়া ঠিক রাখতে তরুণ ও স্কুল কলেজ, মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন করতে বিশেষভাবে উদ্বুদ্ধও করা হবে বলে তিনি জানান। চারা গাছ হিসেবে আম, লেবু, লিচু ও পেয়ারার গাছ প্রদান করা হবে। প্রতিটি চারাগাছের দাম ধরা হয়েছে, ৮০ টাকা। বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এ দেশ-বিদেশ থেকে যে কেউ এক বা একাধিক গাছ রোপনে শরীক হতে পারেন। তাহযিব ফাউন্ডেশনের অফিসিয়াল একাউন্টে টাকা পাঠাতে পারেন। টাকা পাঠানোর সময় ‘Tree’ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।